ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

মেয়েকে উপহার পৌনে ২৬ লাখ শেয়ার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, জুন ১৯, ২০১৪
মেয়েকে উপহার পৌনে ২৬ লাখ শেয়ার

ঢাকা : বিমা খাতের গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানির উদ্যোক্তা পরিচালক খুরশিদা চৌধুরী তার মেয়েকে নিজ প্রতিষ্ঠানের ২৫ লাখ ৭৮ হাজার ৯০৮টি শেয়ার উপহার হিসেবে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছেন।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।



এতে জানানো হয়, গ্রিন ডেল্টার উদ্যোক্তা পরিচালক খুরশিদা চৌধুরী তার হাতে থাকা ৬৩ লাখ ৩৭ হাজার ৫৫১টি শেয়ার থেকে ২৫ লাখ ৭৮ হাজার ৯০৮টি শেয়ার তার মেয়ে ফারজানা চৌধুরীকে উপহার হিসেবে হস্তান্তর করবেন।

এ বিষয়ে ডিএসইর অনুমোদনের দিন থেকে ৩০ কার্যদিবসের মধ্যে এ শেয়ার হস্তান্তর করবেন খুরশিদা।

বাংলাদেশ সময় : ১২৩৮ ঘণ্টা, জুন ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।