ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

চলতি সপ্তাহে ২৩ কোম্পানির এজিএম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, জুন ২১, ২০১৪
চলতি সপ্তাহে ২৩ কোম্পানির এজিএম

ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত ২৩ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) চলতি সপ্তাহের রোববার থেকে বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।

কোম্পানিগুলো হলো- প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি, ওরিয়ন ফার্মা, বিচ হ্যাচারি, জনতা ইন্স্যুরেন্স, ইনটেক অনলাইন, সামিট পূর্বাঞ্চল পাওয়ার, সামিট পাওয়ার, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, রংপুর ফাউন্ড্রি, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, কনফিডেন্স সিমেন্ট, এইমস ফার্স্ট গ্র্যান্টিড মিউচ্যুয়াল ফান্ড, মুন্নু জুট স্ট্যাফলার্স, আজিজ পাইপস, ঢাকা ইন্স্যুরেন্স, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, ফেডারেল ইন্স্যুরেন্স, বাংলাদেশ ওয়েল্ডিং ইলেক্টোডার্স,পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস,প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্স ও গ্রামীণ মিউচ্যুয়াল ফান্ড ওয়ান ও আরামিট লিমিটেড।



ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রভাতী ইন্স্যুরেন্স : কোম্পানির এজিএম  ২২ জুন সকাল সাড়ে ৯টায় রাজধানীর পুরাতন এয়ারপোর্ট রোডের ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানির পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের ১২ শতাংশ শেয়ার লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে।

ওরিয়ন ফার্মা : কোম্পানির এজিএম ২২ জুন সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ওরিয়ন ফার্মা প্ল্যান্টে অনুষ্ঠিত হবে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে।

বিচ হ্যাচারি : কোম্পানির এজিএম ২২ জুন দুপুর ১২টায় কক্সবাজারের মহেষখালীর প্রকল্প প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানির পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের ১৫ শেয়ার লভ্যাংশ  দেওয়ার সুপারিশ করেছে।

জনতা ইন্স্যুরেন্স : কোম্পানির এজিএম ২২ জুন দুপুর ১২টায় চট্টগ্রামের চিটাগং বোট ক্লাবে অনুষ্ঠিত হবে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানির পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের সাড়ে ১২ শতাংশ শেয়ার লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে।

ইনটেক অনলাইন : কোম্পানির এজিএম ২৩ জুন সকাল ১০টায় রাজধানীর পুরাতন এয়ারপোর্ট রোডের ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানির পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের ১০ শতাংশ শেয়ার লভ্যাংশ (স্টক ডিভিডেন্ড) দেওয়ার সুপারিশ করেছে।

সামিট পূর্বাঞ্চল পাওয়ার : কোম্পানির এজিএম ২৩ জুন সকাল ১০টায় রাজধানীর রমনার পুলিশ কনভেনশন হলে অনুষ্ঠিত হবে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানির পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ শেয়ার লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে।

সামিট পাওয়ার : কোম্পানির এজিএম ২৩ জুন বেলা ১১টায় রাজধানীর রমনার পুলিশ কনভেনশন হলে অনুষ্ঠিত হবে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানির পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের ১৫ শতাংশ শেয়ার লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে।

সিটি জেনারেল ইন্স্যুরেন্স : কোম্পানিটির এজিএম ২৪ জুন সকাল সাড়ে ১০টায় রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হবে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানির পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের ১০ শতাংশ শেয়ার লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে।

ইস্টার্ন ইন্স্যুরেন্স : কোম্পানির এজিএম ২৪ জুন বেলা ১১টায় রাজধানীর গুলশানের স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানির পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে।

রংপুর ফাউন্ড্রি : কোম্পানির এজিএম ২৫ জুন সকাল ১০টায় রাজধানীর পুরাতন এয়ারপোর্ট রোডের ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানির পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের ২২ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে।
 
প্যারামাউন্ট ইন্স্যুরেন্স : কোম্পানির এজিএম ২৫ জুন সকাল ১০টায় রাজধানীর গুলশানের স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানির পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের ১০ শতাংশ শেয়ার লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে।

কনফিডেন্স সিমেন্ট : এজিএম ২৫ জুন বেলা ১১টায় চট্টগ্রামে কোম্পানির কারখানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানির পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের সাড়ে ২৭ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে।

এইমস ফার্স্ট গ্র্যান্টিড মিউচ্যুয়াল ফান্ড: ফান্ডটির এজিএম ২৫ জুন বেলা ১১টায় রাজধানীর পান্থপথের সমরিতা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানির পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেনি।

মুন্নু জুট স্ট্যাফলার্স : কোম্পানির এজিএম ২৬ জুন সকাল সাড়ে ৯টায় মানিকগঞ্জের মুন্নু সিটিতে অনুষ্ঠিত হবে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানির পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে।

আজিজ পাইপস : কোম্পানির এজিএম ২৬ জুন সকাল ১০টায় রাজধানীর পুরাতন এয়ারপোর্ট রোডের ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানির পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ  দেওয়ার সুপারিশ করেনি।

ঢাকা ইন্স্যুরেন্স : কোম্পানির এজিএম ২৬ জুন সকাল সাড়ে ১০টায় রাজধানীর কাকরাইলের ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে অনুষ্ঠিত হবে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানির পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে।

বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স : কোম্পানির এজিএম ২৬ জুন সকাল সাড়ে ১০টায় রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডের লেডিস ক্লাবে অনুষ্ঠিত হবে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানির পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে।

ফেডারেল ইন্স্যুরেন্স : কোম্পানিটির এজিএম ২৬ জুন বেলা ১১টায় রাজধানীর নিউ ইস্কাটন রোডের বিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানির পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের ১১ শতাংশ শেয়ার লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে।

বাংলাদেশ ওয়েল্ডিং ইলেক্টোডার্স : কোম্পানির এজিএম ২৬ জুন বেলা ১১টায় রাজধানীর রমনার ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্সে অনুষ্ঠিত হবে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানির পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেনি।

পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস : কোম্পানির এজিএম ২৬ জুন বেলা ১১টায় রাজধানীর মহাখালীর রাওয়া কনভেনশন হলে অনুষ্ঠিত হবে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানির পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের ১০ শতাংশ শেয়ার লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে।
 
প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্স : কোম্পানির এজিএম ২৬ জুন বেলা ১১টায় রাজধানীর গুলশানের স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানির পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের জন্য কোনোলভ্যাংশ দেওয়ার সুপারিশ করেনি।

গ্রামীণ মিউচ্যুয়াল ফান্ড ওয়ান : এজিএম ২৬ জুন বেলা ১১টায় রাজধানীর পান্থপথের সমরিতা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে।

সমাপ্ত অর্থবছরে ফান্ডটির পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেনি।

আরামিট লিমিটেড: কোম্পানিটির এজিএম ২৬ জুন দুপুর ১২টায় চট্টগ্রামের শেখ মুজিব রোডের হোটেল সেন্ট মার্টিনে অনুষ্ঠিত হবে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানির পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে।

বাংলাদেশ সময় : ১৪৪৯ ঘণ্টা, জুন ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।