ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সূচক ও লেনদেন কমে সপ্তাহ শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, জুন ২২, ২০১৪
সূচক ও লেনদেন কমে সপ্তাহ শুরু

ঢাকা : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার মূল্যসূচকের সঙ্গে লেনদেনের পরিমাণও কমেছে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।



ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৬ পয়েন্ট কমে ৪ হাজার ৩২২ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৯ পয়েন্ট কমে এক হাজার ৫৯৩ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৪ পয়েন্ট কমে ৯৮৮ পয়েন্টে স্থির হয়।

ডিএসইতে লেনদেন হয় মোট ২২২ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল মোট ২৬৬ কোটি ১ লাখ টাকা।             

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪০টির, কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- লাফার্জ সুরমা, বেক্সিমকো লিমিটেড, আফতাব অটো, বঙ্গজ, গ্রামীণফোন, বিএসআরএম স্টিল, বিএসসিসিএল, মেঘনা পেট্রোলিয়াম, মিথুন নিটিং ও এসিআই লিমিটেড।

এর আগে বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৯ পয়েন্ট কমে ৪ হাজার ৩০৮ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১২ পয়েন্ট কমে এক হাজার ৫৯০ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৭ পয়েন্ট কমে ৯৮৫ পয়েন্টে দাঁড়ায়।

দুপুর সোয়া ১২টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৫ পয়েন্ট কমে ৪ হাজার ৩১২ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১১ পয়েন্ট কমে এক হাজার ৫৯২ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৬ পয়েন্ট কমে ৯৮৬ পয়েন্টে দাঁড়ায়।

অন্যদিকে সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ২৮ পয়েন্ট কমে ৮ হাজার ২৩৬ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৪৯ পয়েন্ট কমে ১০ হাজার ৯২০ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৮১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৫৮টির, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দাম।

লেনদেন হয় মোট ১৬ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল মোট ২০ কোটি ৩৮ লাখ টাকা।          

বাংলাদেশ সময় : ১১২০ ঘণ্টা, জুন ২২, ২০১৪ ঘণ্টা/আপডেটেড : ১৪৫৯ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।