ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সালেক ও তিতাসের একীভূতিকরণ প্রস্তাব অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, জুন ২৪, ২০১৪
সালেক ও তিতাসের একীভূতিকরণ প্রস্তাব অনুমোদন

ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত মালেক স্পিনিং কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান সালেক টেক্সটাইল এবং তিতাস স্পিনিং অ্যান্ড ডেনিমস কোম্পানির একীভূতীকরণ প্রস্তাব অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
 
মঙ্গলবার কমিশনের নিয়মিত সভায় এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।


 
এতে জানানো হয়, সালেক টেক্সটাইলের একশ টাকা মূল্যের ৮ লাখ ২৬ হাজার ৮৭টি সাধারণ শেয়ার তিতাস স্পিনিং কোম্পানির শেয়ারহোল্ডারদের অনুকূলে ইস্যু করা যাবে। তবে সালেক টেক্সটাইলের একটি শেয়ারের বিপরীতে তিতাস স্পিনিংয়ের ৪.৬০টি শেয়ার ইস্যু করা হবে।
 
আরও জানানো হয়, এই একীভূতকরণের মাধ্যমে সালেক টেক্সটাইল লিমিটেড কোম্পানির পরিশোধিত মূলধন ৪০ কোটি টাকা থেকে ৪৮ কোটি ২৬ লাখ ৮ হাজার ৭০০ টাকায় উন্নীত হবে।
 
মালেক স্পিনিং কোম্পানি সালেক টেক্সটাইল কোম্পানির ৯৭.৫০ শতাংশ এবং তিতাস স্পিনিং কোম্পানির ৯৯.৯৭ শতাংশ শেয়ার ধারণ করছে।
 
এছাড়া কমিশন সভায় প্রধান হিসাব কর্মকর্তার জন্য দপ্তর স্থাপনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ এবং বার্ষিক সাধারণ সভায় (এজিএম) রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত গ্রহণের ১৫ কার্যদিবসের মধ্যে কমিশনে প্রস্তাব দাখিলে ব্যর্থ হওয়ায় ডাকা ডায়িং কোম্পানিকে সতর্কপত্র ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, জুন ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।