ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সূচক ও লেনদেন উভয়ই বেড়েছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, জুন ২৯, ২০১৪
সূচক ও লেনদেন উভয়ই বেড়েছে

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার মূল্যসূচকের সঙ্গে লেনদেনের পরিমাণও বেড়েছে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র।



ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৭৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৮৭ পয়েন্টে উন্নীত হয়। এছাড়া ডিএস-৩০ সূচক ২২ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৩৮ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১০ পয়েন্ট বেড়ে এক হাজার ১৭ পয়েন্টে স্থির হয়।

ডিএসইতে লেনদেন হয় মোট ৩৯০ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল মোট ৩০২ কোটি ৭৮ লাখ টাকা।                 

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৩৬টির, কমেছে ৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির দাম।

দিনভর টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- ইস্টার্ন হাউজিং, বেক্সিমকো, লাফার্জ সুরমা, বিএসআরএম স্টিল, ইউনাইটেড এয়ারওয়েজ, বিএসসি, গ্রামীণফোন, সিএমসি কামাল, বিএসসিসিএল ও ফ্যামিলিটেক্স।

এর আগে বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৪৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৫৬ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১৬ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৩৩ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৮ পয়েন্ট বেড়ে এক হাজার ১৪ পয়েন্টে দাঁড়ায়।

বেলা সাড়ে ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৬৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৭৬ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ২১ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৩৮ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১১ পয়েন্ট বেড়ে এক হাজার ১৭ পয়েন্ট হয়।

দুপুর ১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৫৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৬৬ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ২০ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৩৭ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৮ পয়েন্ট বেড়ে এক হাজার ১৪ পয়েন্টে স্থির হয়।

অন্যদিকে সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, রোববার সিএসইর সিএসসিএক্স সূচক ১৩৮ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫৩৯ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১৯২ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৩৯৩ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২২৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৭৭টির, কমেছে ৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টির দাম।

লেনদেন হয় মোট ৩২ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল মোট ৩১ কোটি ১৩ লাখ টাকা।              

বাংলাদেশ সময় : ১১০৬ ঘণ্টা, জুন ২৯, ২০১৪ ঘণ্টা/ আপডেটেড : ১৪৪১ ঘণ্টা  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।