ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসইতে লেনদেন ৩৮৭ কোটি টাকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, জুন ৩০, ২০১৪
ডিএসইতে লেনদেন ৩৮৭ কোটি টাকা

ঢাকা : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার লেনদেন হয়েছে মোট ৩৮৭ কোটি ২১ লাখ ২৪ হাজার টাকা। আগের কার্যদিবস রোববার ডিএসইতে লেনদেন হয়েছিল মোট ৩৯০ কোটি ১২ লাখ টাকা।

যদিও সোমবার লেনদেন একঘণ্টা কম হয়।                  

রোজায় দেশের উভয় শেয়ারবাজারে লেনদেনের সময় একঘণ্টা কমানো হয়েছে। সাধারণত সকাল সাড়ে ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত লেনদেন চলে। তবে রোজায় সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত লেনদেন চালুর সিদ্ধান্ত নেয় ডিএসই ও সিএসই কর্তৃপক্ষ।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৬ পয়েন্ট কমে ৪ হাজার ৪৮০ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৪৪ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ২ পয়েন্ট বেড়ে এক হাজার ১৯ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৯৮টির, কমেছে ১৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- বেক্সিমকো, ইউনাইটেড এয়ারওয়েজ, বিএসসিসিএল, মেঘনা পেট্রোলিয়াম, গ্রামীণফোন, জেএমআই সিরিঞ্জ, পদ্মা অয়েল, অ্যাপোলো ইস্পাত, হাইডেলবার্গ সিমেন্ট ও স্কয়ার ফার্মা।

এর আগে বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৯৮ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৪৭ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৩ পয়েন্ট বেড়ে এক হাজার ২০ পয়েন্টে দাঁড়ায়।

বেলা সাড়ে ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫০২ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৫০ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৫ পয়েন্ট বেড়ে এক হাজার ২২ পয়েন্ট হয়।

দুপুর পৌনে ১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক সামান্য কমে ৪ হাজার ৪৮৭ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৪৬ পয়েন্টে এবং ডিএসইএস সূচক সামান্য বেড়ে এক হাজার ১৭ পয়েন্টে স্থির হয়।

অন্যদিকে সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, সোমবার সিএসইর সিএসসিএক্স সূচক ৩৩ পয়েন্ট কমে ৮ হাজার ৫০৬ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৩৩ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৪০৯ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২১২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৫৮টির, কমেছে ১৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির দাম।

লেনদেন হয় মোট ২৪ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস রোববার লেনদেন হয়েছিল মোট ৩২ কোটি ৪৯ লাখ টাকা।               

বাংলাদেশ সময় : ১১১৩ ঘণ্টা, জুন ৩০, ২০১৪ ঘণ্টা/ আপডেটেড : ১৪৩২ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।