ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

জয়েন্ট স্টকের সহকারী রেজিস্ট্রারসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, জুলাই ১০, ২০১৪
জয়েন্ট স্টকের সহকারী রেজিস্ট্রারসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

ঢাকা: ভুয়া শেয়ার দেখিয়ে সিনথেটিক ইয়ার্ন লিমিটেডের নামে সাউথ ইস্ট ব্যাংকের কর্পোরেট শাখা থেকে আড়াই কোটি টাকা আত্মসাতের অভিযোগে জয়েন্ট স্টক কোম্পানির সহকারী রেজিস্ট্রারসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তেজগাঁও থানায় দুদকের উপ-পরিচালক আবদুস সোবহান বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

মামলা নং-১৫।

আবদুস সোবহান বাংলানিউজকে বলেন, প্রাথমিকভাবে চারজনের বিরুদ্ধে অপরাধের সংশ্লিষ্টতা পাওয়ায় মামলা করা হয়েছে।

যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, তারা হলেন- জয়েন্ট স্টক কোম্পানির প্রধান কার্যালয়ের সহকারী রেজিস্ট্রার আবদুর রাজ্জাক হাওলাদার, এক্সামিনার অব অ্যাকাউন্ট হারুন-অর-রশীদ, সহকারী রেজিস্ট্রার রণজিৎ হাওলাদার ও জনৈক রেজাবিন রহমান।

তিনি জানান, এই চারজনের যোগসাজসে ব্যাংক থেকে টাকা আত্মসাৎ করা হয়েছে।   

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, জুলাই ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।