ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

মাইডাস ফিন্যান্সের রাইট সাবসক্রিপশন শুরু ১ সেপ্টেম্বর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৪
মাইডাস ফিন্যান্সের রাইট সাবসক্রিপশন শুরু ১ সেপ্টেম্বর

ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত মাইডাস ফিন্যান্স কোম্পানির রাইট শেয়ার সাবসক্রিপশন শুরু হবে আগামী ১ সেপ্টেম্বর থেকে। চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

সম্প্রতি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশন (বিএসইসি) এ কোম্পানির রাইট শেয়ারের প্রস্তাব অনুমোদন দিয়েছে।
 
মাইডাস ফিন্যান্সের কোম্পানি সচিব আসলাম আহমেদ খান বাংলানিউজকে এ বিষয়টি নিশ্চিত করেন।
 
সম্প্রতি বিএসইসির কমিশন সভায় এ লোকসানী কোম্পানিকে ১আর : ১ হারে রাইট শেয়ার ছাড়ার অনুমোদন দিয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি বিনিয়োগকারীদের কাছ থেকে মোট ৬০ কোটি ১৩ লাখ ৪৩ হাজার ৩৮০ টাকা উত্তোলন করবে।
 

গত বছরের ৭ মে লোকসানি কোম্পানি হয়েও রাইট শেয়ার ঘোষণা দিয়ে মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করায় মাইডাস ফাইন্যান্সকে ২ লাখ এবং ইস্যু ম্যানেজার লংকা-বাংলা ইনভেস্টমেন্ট লিমিটেডকে আরও ২ লাখ টাকা জরিমানা করে। কোম্পানির এ ধরনের তথ্য প্রকাশকে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (রাইট ইস্যু) রুলস ২০০৬-এর ৩ (এইচ) ধারা লঙ্ঘন বলে অভিহিত করেছিল বিএসইসি।
 
বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।