ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

আরএসআরএম-এর বিরুদ্ধে করা রিট খারিজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৪
আরএসআরএম-এর বিরুদ্ধে করা রিট খারিজ

ঢাকা: সম্প্রতি পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেড (আরএসআরএম) কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) বিরুদ্ধে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
 
সোমবার বিচারপতি মির্জা হোসাইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ খোরশেদ আলম সরকারের যৌথ বেঞ্চ শুনানি শেষে রিটটি খারিজ করে দেন।



নানা অনিয়মে অভিযুক্ত এ কোম্পানির আইপিওর বিরুদ্ধে বিনিয়োগকারীদের পক্ষে রিটটি দায়ের করেন অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম। রিট পিটিশন নং ৬৬০৪/২০১৪।
 
গত রোববার আরএসআরএমের আইপিওর চাঁদা গ্রহণের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চেয়ে রফিকুল ইসলাম ও ফারুক মোল্লা নামের দুই বিনিয়োগকারী রিট আবেদন করেন।
 
এ রিট আবেদনের কারণে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা বিভ্রান্তি সৃষ্টি হয়। মামলাটি খারিজ হয়ে যাওয়ায় কোম্পানির আইপিও সংক্রান্ত এ অনিশ্চয়তা কেটে গেল।
 
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।