ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

চার কোম্পানির লভ্যাংশ জমা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, জুলাই ২১, ২০১৪
চার কোম্পানির লভ্যাংশ জমা

ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত লভ্যাংশ তাদের স্ব স্ব  বিনিয়োগকারীদের বিও ও ব্যাংক হিসাবে জমা হয়েছে।

কোম্পানি চারটি হলো- ওয়াটা কেমিক্যাল, সিএমসি কামাল, ইনটেক অনলাইন ও রংপুর ফাউন্ড্রি।

এর মধ্যে ওয়াটা কেমিক্যাল, সিএমসি কামাল ও ইনটেক অনলাইনের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে ও রংপুর ফাউন্ড্রির নগদ লভ্যাংশ ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।
 
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
 
৩১ ডিসেম্বর ২০১৩ সমাপ্ত অর্থবছরে ওয়াটা কেমিক্যাল কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের জন্য ৩০ শতাংশ শেয়ার লভ্যাংশ (স্টক ডিভিডেন্ড) ঘোষণা করেছে।
 
সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ৬ টাকা ১৩ পয়সা এবং শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১১৯ টাকা ৮২ পয়সা।
 
অন্যদিকে ৩১ ডিসেম্বর ২০১৩ সমাপ্ত অর্থবছরে সিএমসি কামাল কোম্পানির পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের জন্য সাড়ে ১২ শতাংশ শেয়ার লভ্যাংশ (স্টক ডিভিডেন্ড) ঘোষণা করেছে।
 
সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ১ টাকা ৩০ পয়সা এবং শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২০ টাকা ৫৬ পয়সা।

৩১ ডিসেম্বর ২০১৩ সমাপ্ত অর্থবছরে ইনটেক অনলাইন কোম্পানির পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ শেয়ার লভ্যাংশ (স্টক ডিভিডেন্ড) ঘোষণা করেছে।
 
সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ১ টাকা ০২ পয়সা এবং শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২১৩ টাকা ৮৯ পয়সা।

এছাড়া ৩১ ডিসেম্বর ২০১৩ সমাপ্ত অর্থবছরে রংপুর ফাউন্ড্রি কোম্পানির পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের জন্য ২২ শতাংশ নগদ লভ্যাংশ (ক্যাশ ডিভিডেন্ড) ঘোষণা করেছে।
 
সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ২ টাকা ৮৪ পয়সা এবং শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৯ টাকা।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, জুলাই ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।