ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

মঙ্গলবার জেএমআই সিরিঞ্জের লেনদেন স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, জুলাই ২১, ২০১৪
মঙ্গলবার জেএমআই সিরিঞ্জের লেনদেন স্থগিত

ঢাকা: বিশেষ সাধারণ সভার (ইজিএম) রেকর্ড ডেটের কারণে মঙ্গলবার জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইস কোম্পানির লেনদেন স্থগিত থাকবে। তাই ওইদিন কোম্পানিটির শেয়ার বেচাকেনা হবে না।



সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

শেয়ারবাজারে তালিকাভুক্ত জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেস কোম্পানির শেয়ার গত ২০ জুলাই থেকে স্পট মার্কেটে লেনদেন চলছে। যা ২১ জুলাই পর্যন্ত চলবে।

স্পট মার্কেটে কোম্পানির শেয়ার ব্লক বা অড লটে বিক্রি হচ্ছে।

২২ জুলাই কোম্পানিটির ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট।   কোম্পানিটি জানিয়েছে, প্রস্তাবিত রাইট শেয়ার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অনুমোদন করলে পরবর্তী রেকর্ড ডেট নির্ধারণ করা হবে।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, জুলাই ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।