ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসইতে কমেছে বিদেশি বিনিয়োগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৪
ডিএসইতে কমেছে বিদেশি বিনিয়োগ

ঢাকা: গত জুন মাসের তুলনায় জুলাই মাসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদেশি নেট বিনিয়োগ কমেছে।

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।



জুনে ডিএসইতে মোট ৬০২ কোটি ৩৮ লাখ  টাকার শেয়ার লেনদেন করেছেন বিদেশি বিনিয়োগকারীরা। যা জুলাইয়ে কমে দাঁড়ায় ২৫৩ কোটি ২৬ লাখ টাকায়।

জুন মাসে বিদেশি বিনিয়োগকারীদের নেট বিনিয়োগ ছিল ৩৬২ কোটি ৬৩ লাখ ৫০ হাজার টাকা। আর জুলাইয়ে কমে দাঁড়িয়েছে ৭৯ কোটি ৬৪ লাখ ২৮ হাজার টাকা। অর্থাৎ জুলাই মাসে নেট বিনিয়োগ কমেছে ২৮২ কোটি ৯৯ লাখ ২২ হাজার টাকা।

জুলাই মাসে মোট ১৬৬ কোটি ৪৫ লাখ ২২ হাজার টাকার শেয়ার ও ইউনিট ক্রয় করেন বিদেশি বিনিয়োগকারীরা । আর বিক্রি করেছেন ৮৬ কোটি ৮০ লাখ ৯৩ হাজার টাকা।

এর আগের মাস জুনে বিদেশি বিনিয়োগকারীরা ৪৮২ কোটি ৫১ লাখ ৫ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট কিনেছিলেন। বিক্রি করেছেন ১১৯ কোটি ৮৭ লাখ ৫৪ হাজার টাকা।

বাংলাদেশ সময় : ১৮১৪ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।