ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসইতে লেনদেন সাড়ে ৬শ’কোটি টাকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৪
ডিএসইতে লেনদেন সাড়ে ৬শ’কোটি টাকা

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার মূল্যসূচকের সঙ্গে লেনদেনের পরিমাণও বেড়েছে।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৮৪ পয়েন্টে অবস্থান করে।

এছাড়া ডিএস-৩০ সূচক সামান্য কমে এক হাজার ৬৪৯ পয়েন্টে এবং ডিএসইএস সূচক সামান্য কমে এক হাজার ২০ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫৪টির, কমেছে ৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- গ্রামীণফোন, এমজেএল বাংলাদেশ, বেক্সিমকো, গোল্ডেন সন, আর্গন ডেনিমস, শাহজিবাজার পাওয়ার, বিডি বিল্ডিং, এসিআই লিমিটেড, ফার কেমিক্যাল ও ডেল্টা স্পিনিং।

লেনদেন হয় মোট ৬৫১ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল মোট ৫৬০ কোটি ৪৯ লাখ টাকা।        

এর আগে বেলা ১১টা ২৫ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫০৫ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৬০ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৬ পয়েন্ট বেড়ে এক হাজার ২৬ পয়েন্টে স্থির হয়।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ১১ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৪৯৩ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১৭ পয়েন্ট কমে ১১ হাজার ৩১১ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৩০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১১৭টির, কমেছে ৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির দাম।

লেনদেন হয় মোট ৪৪ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল মোট ৩৬ কোটি ৬০ লাখ টাকা।       

বাংলাদেশ সময় : ১১৩৪ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৪/ আপডেটেড : ১৫১১ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।