ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

শেয়ারবাজারে লেনদেন চাঙা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৪
শেয়ারবাজারে লেনদেন চাঙা

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবারও মূল্যসূচকের সঙ্গে লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুপুর ২টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৪৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৭৪ পয়েন্টে অবস্থান করে।

এছাড়া ডিএস-৩০ সূচক ২৪ পয়েন্ট বেড়ে এক হাজার ৭০৩ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১৬ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৩ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১২৭টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- এমজেএল বাংলাদেশ, স্কয়ার ফার্মা, অ্যাপোলো ইস্পাত, অ্যাক্টিভ ফাইন, গ্রামীণফোন, লাফার্জ সুরমা, বিডি বিল্ডিং, সামিট পাওয়ার, সামিট পূর্বাঞ্চল পাওয়ার ও এসিআই লিমিটেড।

এ সময়ে লেনদেন হয় মোট ৬৬৬ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস রোববার লেনদেন হয়েছিল মোট ৭৬৩ কোটি ৯০ লাখ টাকা।  

এর আগে বেলা সোয়া ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৬৯ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১৬ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৯৫ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৯ পয়েন্ট বেড়ে এক হাজার ৫৬ পয়েন্ট হয়।

দুপুর ১২টা ১০ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৬৬ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৯৪ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৯ পয়েন্ট বেড়ে এক হাজার ৫৬ পয়েন্টে দাঁড়ায়।

দুপুর পৌনে ১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৫২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৮৩ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ২৫ পয়েন্ট বেড়ে এক হাজার ৭০৪ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১৬ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৩ পয়েন্টে স্থির হয়।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুপুর ২টা০২ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ৫৮ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৬৩৩ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৯৮ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৫২৮ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২২৫টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৯৪টির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির দাম।

লেনদেন হয় মোট ৪৩ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস রোববার লেনদেন হয়েছিল মোট ৭৮ কোটি ৪৯ লাখ টাকা।           

বাংলাদেশ সময় : ১১৩৮ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৪/আপডেটেড : ১২১৮ ঘণ্টা/আপডেটেড : ১২৫৫ ঘণ্টা/আপডেটেড : ১৪০৮ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।