ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

আইসিবি'র রাইট অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৪
আইসিবি'র রাইট অনুমোদন

ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি)  রাইট শেয়ার ছেড়ে মূলধন বাড়ানোর প্রস্তাব অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন(বিএসইসি)।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।



জানা যায়, অফার মূল্য ১০০ টাকার সঙ্গে ৪০০ টাকা প্রিমিয়াম নেবে আইসিবি। ফলে প্রতিটি শেয়ারের নির্দেশক মূল্য পড়বে ৫০০ টাকা। প্রতিষ্ঠানটি পুঁজিবাজারে ২ কোটি ১০ লাখ ৯৩ হাজার ৭৫০টি সাধারণ শেয়ারের বিপরীতে ১আর:২ অনুপাতে রাইট শেয়ার ছাড়বে। অর্থাৎ বিনিয়োগকারীরা ২টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার নিতে পারবেন।

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (রাইট ইস্যু) রুলস, ২০০৬, এ সংক্রান্ত আনুষঙ্গিক বিধি এবং ১৯৬৯ সালের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্সের ২সিসি ধারার নিয়ম পালনে সক্ষম হওয়ায় আইসিবির রাইট অনুমোদন দেওয়া হয়েছে বলে বিএসইসির পক্ষ থেকে জানানো হয়েছে।

গত ২০১৩ সালের ৩০ নভেম্বর রাইট শেয়ার ছাড়ার বিষয়ে বিনিয়োগকারীদের সম্মতি নিতে বিশেষ সাধারণ সভা(ইজিএম) আহ্বান করে আইসিবি। এজন্য রেকর্ড ডেট ছিল ১২ নভেম্বর।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।