ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

অ্যাকটিভ ফাইনের প্লেসমেন্ট প্রস্তাব অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৪
অ্যাকটিভ ফাইনের প্লেসমেন্ট প্রস্তাব অনুমোদন

ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত অ্যাকটিভ ফাইন কেমিক্যাল কোম্পানির প্লেসমেন্ট শেয়ার বিক্রির প্রস্তাব অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
 
মঙ্গলবার বিএসইসির নিয়মিত কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়।


 
কোম্পানিটি বাজারে মোট ২ কোটি প্লেসমেন্ট শেয়ার বিক্রি করে মোট ১২০ কোটি টাকা উত্তোলন করবে। প্রতিটি শেয়ারের অফার মূল্য নির্ধারণ করা হয়েছে ৬০ টাকা। যার মধ্যে ১০ টাকা অভিহিত মূল্য ও ৫০ টাকা প্রিমিয়াম।
 
উত্তোলিত অর্থের মধ্যে ২০ কোটি টাকা দিয়ে কোম্পানিটি পরিশোধিত মূলধন বাড়াবে এবং বাকি ১০০ কোটি টাকা কোম্পানির শেয়ার প্রিমিয়াম হিসেবে গণ্য হবে।
 
কোম্পানির বর্তমান শেয়ারহোল্ডার ছাড়াও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এ প্লেসমেন্ট শেয়ার কিনতে পারবে। এ শেয়ার ইস্যুর পর থেকে তিন বছর লকইন থাকবে।
 
বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা,আগস্ট ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।