ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ম্যারিকো’র ৫০ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ অনুমোদন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৪
ম্যারিকো’র ৫০ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ অনুমোদন ছবি: বাংলানিউজটোয়েন্টফোর.কম

ঢাকা: ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের (এমবিএল) ১৪তম বার্ষিক সাধারণ সভা মঙ্গলবার রাজধানীর ৠাডিসন ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত হয়েছে।

সভায় ৫০ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ অনুমোদন করা হয়েছে।

এর আগে একই বছরে ১৫০ শতাংশ, ২০০ শতাংশ এবং ৫০০ শতাংশ অন্তবর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা ও প্রদান করা হয়েছে। বছর শেষে ৩১ মার্চ, ২০১৪ সালে মোট নগদ লভ্যাংশের পরিমান ৯০০ শতাংশ।

সভায় সভাপতিত্ব করেন ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ও ম্যারিকো লিমিটেডের প্রধান নির্বাহী সওগত গুপ্তা। ম্যারিকো ইন্টারন্যাশনালের ব্যবসা প্রধান বি শ্রীধর এবং এমবিএলের ব্যবস্থাপনা পরিচালক আদিত্য সোম সভায় উপস্থিত ছিলেন। এছাড়া স্বতন্ত্র পরিচালক গোলাম মোস্তফা ও রুপালী চৌধুরী এবং অন্যান্য বিভাগীয় পরিচালক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিপুল সংখ্যাকশেয়ার হোল্ডারদের উপস্থিতিতে সভায় সকল এজেন্ডা সর্বসম্মতিক্রমে পাস হয়।

কোম্পানির বিক্রি ৫ শতাংশ বাড়লেও দক্ষ ব্যয় সংকোচনের ফলে কর পরবর্তী লাভ ৬০ শতাংশ বেড়ে ১৩৯ কোটি টাকা হয়েছে। এর ফলে শেয়ারপ্রতি আয় ২৭.৫৩ টাকা থেকে ২০১৩-১৪ সালে ৪৩.৯৯ টাকা হয়েছে।

সাধারণ সভায় জানানো হয়, বছরজুড়ে কোম্পানির প্রধান ব্র্যান্ড প্যারাসুট ব্র্যান্ডেড চুলের তেলের জগতে তার নেতৃত্বস্থানীয় অবস্থান ধরে রেখেছে। এছাড়া কোম্পানির অন্যান্য ব্র্যান্ড যেমন- প্যারাসুট এডভান্সড্, প্যারাসুট বেলীফুল, সাফোলা, হেয়ার কোড, হেয়ার কোড কেশ কালা, লিভন, সেট ওয়েট এবং নীহারও এ বছর অত্যন্ত ভালো করেছে। বর্তমানে বাংলাদেশের প্রতি দুই জনে একজন ম্যারিকোর ভোক্তা।

গত বছর এমবিএল প্রায় ১৪৪ কোটি টাকা আয়কর, মূল্য সংযোজন কর ও শুল্ক হিসেবে সরকারি কোষাগারে জমা দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।