ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

টপ লুজারে কে অ্যান্ড কিউ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৪
টপ লুজারে কে অ্যান্ড কিউ

ঢাকা: প্রকৌশল খাতের কে অ্যান্ড কিউ কোম্পানি লিমিটেডের শেয়ার দর সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার সবচেয়ে বেশি কমেছে। এদিন ১ টাকা ২০ পয়সা বা ৮ দশমিক ৫৭ শতাংশ দর হারিয়ে কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) টপটেন লুজার তালিকার শীর্ষে অবস্থান করে।



দিনভর এই শেয়ার ১২ টাকা ৭০ পয়সা থেকে ১৪ টাকায় লেনদেন হয়। সর্বশেষ লেনদেন হয় ১২ টাকা ৮০ পয়সায়।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।

এ ছাড়া দাম কমার দ্বিতীয় অবস্থানে ছিল ডেল্টা স্পিনার্স। এর শেয়ার দর ১ টাকা ২০ পয়সা বা ৬ দশমিক ০৬ শতাংশ কমে সর্বশেষ লেনদেন হয় ১৮ টাকা ৬০ পয়সায়।

দিনভর এই শেয়ার ১৮ টাকা ৫০ পয়সা থেকে ১৯ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়।

এরপর দর কমার তৃতীয় স্থানে ছিল বিচ হ্যাচারি, চতুর্থ ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, পঞ্চম জিপিএইচ ইস্পাত, ষষ্ঠ মেঘনা সিমেন্ট, সপ্তম সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, অষ্টম বিএসসিসিএল, নবম মাইডাস ফিন্যান্স এবং দশম স্থানে ছিল গ্রিন ডেল্টা মিউচ্যুয়াল ফান্ড।

বাংলাদেশ সময় : ১৭৪৬ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।