ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

উভয় বাজারেই লেনদেন বেড়েছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৪
উভয় বাজারেই লেনদেন বেড়েছে

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার আগের কার্যদিবসের চেয়ে লেনদেনের পরিমাণ বেড়েছে। ওদিকে ডিএসইতে সূচক কমলেও সিএসইতে বেড়েছে।



ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৬ পয়েন্ট কমে ৪ হাজার ৫৪০ পয়েন্টে অবস্থান করে। এ ছাড়া ডিএস-৩০ সূচক ৪ পয়েন্ট কমে এক হাজার ৭২১ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১ পয়েন্ট কমে এক হাজার ৬০ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৯৩টির, কমেছে ১৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- বেক্সিমকো, বিএসআরএম স্টিল, কেপিপিএল, মবিল যমুনা, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, তিতাস গ্যাস, এসিআই লিমিটেড, গ্রামীণফোন, স্কয়ার টেক্সটাইল ও আমরা টেকনোলজি।

লেনদেন হয় মোট ৭৩৮ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল মোট ৬৩২ কোটি ১৩ লাখ টাকা।     

এর আগে বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৬৭ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৩৪ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ২ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৪ পয়েন্ট হয়।
     
বেলা সাড়ে ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৬৮ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৩৫ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ২ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৪ পয়েন্ট হয়।

দুপুর সাড়ে ১২টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৫৯ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৩২ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১ পয়েন্ট বেড়ে এক হাজার ৬২ পয়েন্টে দাঁড়ায়।

দুপুর দেড়টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক সামান্য বেড়ে ৪ হাজার ৫৫১ পয়েন্টে, ডিএস-৩০ সূচক সামান্য কমে এক হাজার ৭২৫ পয়েন্টে এবং ডিএসইএস সূচক সামান্য কমে এক হাজার ৬১ পয়েন্টে স্থির হয়।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ২০ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫৭৯ পয়েন্টে অবস্থান করে। এ ছাড়া সিএসই-৩০ সূচক ৫০ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৫৫৩ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২২২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৮০টির, কমেছে ১২১টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির দাম।

লেনদেন হয় মোট ৫৩ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল মোট ৪৮ কোটি ৬৮ লাখ টাকা।                  

বাংলাদেশ সময় : ১১১১ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৪/আপডেটেড : ১১৩৫ ঘণ্টা/আপডেটেড : ১২৪১ ঘণ্টা/আপডেটেড : ১৩৩৬ ঘণ্টা/আপডেটেড : ১৪.. ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।