ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

স্ত্রীকে উপহার ৩৫ লাখ শেয়ার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৪
স্ত্রীকে উপহার ৩৫ লাখ শেয়ার

ঢাকা: ব্যাংকিং খাতের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) উদ্যোক্তা পরিচালক আবদুল গাফ্ফার চৌধুরী তার স্ত্রীকে নিজ প্রতিষ্ঠানের ৩৫ লাখ ২৯ হাজার শেয়ার উপহার হিসেবে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছেন।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।



এতে জানানো হয়, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের উদ্যোক্তা পরিচালক আবদুল গাফ্ফার চৌধুরী তার হাতে থাকা নিজ প্রতিষ্ঠানের ৩৫ লাখ ২৯ হাজার ৩৭৮টি শেয়ার থেকে ৩৫ লাখ ২৯ হাজার তার স্ত্রী সেতারা বেগমকে উপহার হিসেবে হস্তান্তর করবেন।

এ বিষয়ে ডিএসইর অনুমোদনের দিন থেকে ৩০ কার্যদিবসের মধ্যে এ শেয়ার হস্তান্তর করবেন আবদুল গাফ্ফার।

বাংলাদেশ সময় : ১২২৭ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।