ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সূচকের সঙ্গে লেনদেনও বেড়েছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৪
সূচকের সঙ্গে লেনদেনও বেড়েছে

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার মূল্যসূচকের সঙ্গে লেনদেনের পরিমাণও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।

 

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৪৭ পয়েন্টে অবস্থান করে। এ ছাড়া ডিএস-৩০ সূচক ২৫ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৬৩ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১৫ পয়েন্ট বেড়ে এক হাজার ৯১ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫১টির, কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- এসিআই ফর্মুলেশন, সিঙ্গার বাংলাদেশ (বিডি), সুহৃদ ইন্ডাস্ট্রিজ, সায়হাম টেক্সটাইল, বেক্সিমকো, সিভিও পেট্রোকেমিক্যাল, এসিআই, তুং হাই, হা-ওয়েল টেক্সটাইল ও ফার ইস্ট নিটিং।

লেনদেন হয় মোট ৫২২ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল মোট ৫০২ কোটি ৫৮ লাখ টাকা।

এর আগে বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৪০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৪৯ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১৯ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৫৭ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১২ পয়েন্ট বেড়ে এক হাজার ৮৮ পয়েন্ট হয়।

বেলা ১১টা ২০ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৪১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৫০ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১৭ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৫৫ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১৩ পয়েন্ট বেড়ে এক হাজার ৮৯ পয়েন্ট হয়।

দুপুর সাড়ে ১২টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৪৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৫৪ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ২৫ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৬৩ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১৬ পয়েন্ট বেড়ে এক হাজার ৯১ পয়েন্টে স্থির হয়।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ৪৫ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৭২০ পয়েন্টে অবস্থান করে। এ ছাড়া সিএসই-৩০ সূচক ১১০ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৫৬০ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২২৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৯৫টির, কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির দাম।

লেনদেন হয় মোট ৩৮ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল মোট ৪২ কোটি ৩৫ লাখ টাকা।    

মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত যান্ত্রিক ক্রটির কারণে সিএসইর ওয়েবসাইটে কোনো তথ্য আপডেট হয়নি। তবে পরবর্তীতে এ সমস্যা সমাধান হয়।                        

বাংলাদেশ সময় : ১১১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৪/আপডেটেড : ১১৩০ ঘণ্টা/আপডেটেড : ১২৩৭ ঘণ্টা/আপডেটেড : ১৪৪৮ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।