ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

একদিন পর ফের বাড়ল সূচক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৪
একদিন পর ফের বাড়ল সূচক

ঢাকা: আগের কার্যদিবস দর সংশোধনের পর দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার মূল্যসূচক ও  লেনদেন উভয় বেড়েছে।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৪৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৫৯ পয়েন্টে অবস্থান করে।

এ ছাড়া ডিএস-৩০ সূচক ৩৯ পয়েন্ট বেড়ে এক হাজার ৮৫৮ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১৫ পয়েন্ট বেড়ে এক হাজার ১২৬ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৪টির, কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- মবিল যমুনা, এসিআই ফর্মুলেশনস, বেক্সিমকো ফার্মা, লাফার্জ সুরমা, এসিআই, বিএসআরএম স্টিল, বেক্সিমকো লিমিটেড, ইডিএলসি, সুহৃদ ইন্ডাস্ট্রিজ ও রংপুর ডেইরি ফুড।

লেনদেন হয় মোট ৮৩৬ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল মোট ৬৬৮ কোটি ৯০ লাখ টাকা।    

এর আগে বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৪১ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে এক হাজার ৮৩২ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১০ পয়েন্ট বেড়ে এক হাজার ১২১ পয়েন্ট হয়।

দুপুর ১২টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৪৫ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১৭ পয়েন্ট বেড়ে এক হাজার ৮৩৬ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১০ পয়েন্ট বেড়ে এক হাজার ১২১ পয়েন্ট হয়।

দুপুর ১টা ৪০ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৫০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৬০ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৩৭ পয়েন্ট বেড়ে এক হাজার ৮৫৫ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১৪ পয়েন্ট বেড়ে এক হাজার ১২৫ পয়েন্টে স্থির হয়।

বাংলাদেশ সময় : ১১১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৪/আপডেটেড : ১২০৯ ঘণ্টা/আপডেটেড : ১৩৫১ ঘণ্টা 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।