ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ভালো লভ্যাংশ দিতে ব্যর্থ ইউনাইটেড এয়ার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৪
ভালো লভ্যাংশ দিতে ব্যর্থ ইউনাইটেড এয়ার

ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও অবকাশ খাতের ইউনাইটেড এয়ারওয়েজ কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০১৪ সমাপ্ত অর্থবছরে তাদের বিনিয়োগকারীদের মাত্র ১০ শতাংশ শেয়ার লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে।

অথচ আগের বছর ২০১৩ সালে কোম্পানিটি ১২ শতাংশ শেয়ার লভ্যাংশ দিয়েছে।

যদিও তালিকাভুক্তির পর থেকে কখনই কোম্পানিটি বিনিয়োগকারীদের উল্লেখ করার মতো লভ্যাংশ দেয়নি।

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়, কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ ও স্থান পরে জানানো হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২০ অক্টোবর।

সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ০২ পয়সা ও শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১২ টাকা ০৫ পয়সা।

২০১০ সালে কোম্পানিটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। ওই বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের মাত্র ৫ শতাংশ শেয়ার লভ্যাংশ দেয়। এর পর ২০১১ সালে ১০ শতাংশ শেয়ার ও ২০১২ সালে ১৫ শতাংশ শেয়ার লভ্যাংশ দেয়।

বাংলাদেশ সময় : ১০৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।