ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ইউনাইটেড এয়ারের চেয়ারম্যান তাসবিরুলের পদত্যাগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৪
ইউনাইটেড এয়ারের চেয়ারম্যান তাসবিরুলের পদত্যাগ

ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও অবকাশ খাতের ইউনাইটেড এয়ারওয়েজের চেয়ারম্যান থেকে পদত্যাগ করেছেন ক্যাপ্টেন তাসবিরুল আহমেদ চৌধুরী।

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।



এতে জানানো হয়, ইউনাইটেড এয়ারওয়েজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং পর্ষদ সদস্য ক্যাপ্টেন তাসবিরুল আহমেদ চৌধুরী পদত্যাগ করায় কোম্পানিটির পরিচালনা পর্ষদ পুর্নগঠন করা হয়েছে।

কোম্পানিটির নতুন চেয়ারম্যান হয়েছেন মোহাম্মদ মাহতাবুর রহমান, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক শাহিনুর আলম এবং ভারপ্রাপ্ত চিফ এক্সিকিউটিভ অফিসার হয়েছেন উইং কমান্ডার (অব.) ফেরদৌস ইমাম।

বাংলাদেশ সময় : ১১৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।