ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সূচকের সঙ্গে বেড়েছে লেনদেনও

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৪
সূচকের সঙ্গে বেড়েছে লেনদেনও

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ঈদুল আযহার আগে সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবারও মূল্যসূচকের সঙ্গে লেনদেনের  পরিমাণ বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই) একই চিত্র।

এর আগে ঈদের সময় শেয়ারবাজারে নগদ টাকা উত্তোলণের চাপে নিম্নমুখী প্রবণতা থাকলেও এবার দেখা যাচ্ছে তার বিপরীত চিত্র।

এর আগে ডিএসই ও সিএসইতে টানা নয় কার্যদিবস সূচক বাড়ার পর চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দর সংশোধন হয়েছে। এরপর মঙ্গলবারও ডিএসইতে সূচক বেড়েছে। পাশাপাশি লেনদেনও হয়েছে প্রায় ৯০০ কোটি টাকার কাছাকাছি।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৭৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৫৩ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ২৪ পয়েন্ট বেড়ে এক হাজার ৯৮৫ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১৮ পয়েন্ট বেড়ে এক হাজার ২১৪ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২২৯টির, কমেছে ৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- তিতাস গ্যাস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, আরএকে সিরামিক, যমুনা অয়েল, স্কয়ার ফার্মা, ডেল্টা লাইফ, গ্রামীণফোন, মবিল যমুনা, বেক্সিমকো ফার্মা ও গোল্ডেন সন।

লেনদেন হয়েছে মোট ৯৭৭ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল মোট ৮৭৯ কোটি ৭৬ লাখ টাকা।      

এর আগে বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৬১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৩৬ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ২২ পয়েন্ট বেড়ে এক হাজার ৯৮৩ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১৮ পয়েন্ট বেড়ে এক হাজার ২১৪ পয়েন্টে স্থির হয়।

দুপুর ২টা ১০ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৮৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৬৩ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ২৯ পয়েন্ট বেড়ে এক হাজার ৯৯০ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ২০ পয়েন্ট বেড়ে এক হাজার ২১৬ পয়েন্ট হয়।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ১৮৪ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৬৪৮ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৩১৬ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ১৩২ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২২৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৭১টির, কমেছে ৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির দাম।

লেনদেন হয় মোট ৪৯ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল মোট ৫৩ কোটি ৬৭ লাখ টাকা।      

বাংলাদেশ সময় : ১১০৯ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৪/আপডেটেড : ১৪১৯ ঘণ্টা/আপডেটেড : ১৪৪৮ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।