ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

মিথুন নিটিংয়ের ইজিএম ২১ অক্টোবর

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৪
মিথুন নিটিংয়ের ইজিএম ২১ অক্টোবর

ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত মিথুন নিটিং অ্যান্ড ডায়িংয়ের বিশেষ সাধারণ সভা (ইজিএম) ২১ অক্টোবর অনুষ্ঠিত হবে।

এদিন বেলা সাড়ে ১১টায় তাল্লু স্পিনিং ফ্যাক্টরি প্রাঙ্গণ, কাল্টাপারা বাজার, গৌরীপুর, ময়মনসিংহে ইজিএমটি অনুষ্ঠিত হবে।



জানা গেছে, কোম্পানিটির পরিচালনা পর্ষদ এর অনুমোদিত মূলধন ২৫ কোটি টাকা থেকে ৮০ কোটি টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। আর বিষয়টিতে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতেই বিশেষ এ সভা অনুষ্ঠিত হচ্ছে।

ডিএসই সূত্রে জানা যায়, ১৯৯৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত মিথুন নিটিংয়ের বর্তমানে অনুমোদিত মূলধন রয়েছে ২৫ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ১৯ কোটি ২৯ লাখ টাকা।

বাজারে কোম্পানিটির মোট ১ কোটি ৯২ লাখ ৮৪ হাজার ৮৭৯টি শেয়ার রয়েছে। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা ও ২০০টিতে মার্কেট লট।

এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৩১.১১ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১৭.২৭ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে বাকি ৫১ দশমিক ৬২ শতাংশ শেয়ার।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।