ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ঈদের পর প্রথম লেনদেনেই বাড়ল সূচক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৪
ঈদের পর প্রথম লেনদেনেই বাড়ল সূচক

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও  চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ঈদুল আজহার ছুটির পর প্রথম লেনদেনের দিন রোববার সূচক বেড়েছে।

ঈদুল আজহা উপলক্ষে দেশের উভয় শেয়ারবাজার গত ৫ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত বন্ধ ছিল।



ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৯৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৩৪ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে এক হাজার ৯৯৮ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১৫ পয়েন্ট বেড়ে এক হাজার ২৩৪ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৪৬টির, কমেছে ৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- ফ্যামিলিটেক্স, কেপিসিএল, ডেল্টা লাইফ, সামিট পাওয়ার, তিতাস গ্যাস, ন্যাশনাল ব্যাংক, সিটি ব্যাংক, ডেল্টা স্পিনিং, জেনারেশন নেক্সট ও ইসলামিক ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট।

লেনদেন হয়েছে মোট ৯১৫ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

ঈদের আগে গত ২ অক্টোবর লেনদেন হয়েছিল মোট ৯৩৭ কোটি ০২ লাখ টাকা।         

এর আগে বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৪৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৮৩ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে এক হাজার ৯৯৭ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৭ পয়েন্ট বেড়ে এক হাজার ২২৬ পয়েন্ট হয়।

বেলা পৌনে ১২টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৪৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৮৫ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে এক হাজার ৯৯৫ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১০ পয়েন্ট বেড়ে এক হাজার ২২৯ পয়েন্টে স্থির হয়।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ২২৬ পয়েন্ট বেড়ে ১০ হাজার ০৮ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ২০২ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৩৫৯ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৩২৯ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৪৫৫ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৩৫টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৭৭টির, কমেছে ৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টির দাম।

লেনদেন হয় মোট ৬১ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস গত ২ অক্টোবর লেনদেন হয়েছিল মোট ৬০ কোটি ৬০ লাখ টাকা।         

বাংলাদেশ সময় : ১১০৯ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৪/আপডেটেড : ১১৫৫ ঘণ্টা/আপডেটেড : ১৫০৪ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।