ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

মুনাফায় গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৪
মুনাফায় গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড

ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) মুনাফায় ফিরেছে।

বুধবার(১৫ অক্টোবর) ফান্ডটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করলে এমনটি দেখা গেছে।



প্রতিবেদন অনুসারে, চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ফান্ডটির মুনাফা হয়েছে ২ কোটি ৭১ লাখ ২০ হাজার টাকা, তবে আগের বছর একই সময় লোকসান ছিল ১ কোটি ২ লাখ ৩০ হাজার টাকা।

অন্যদিকে এ তিন মাসে এর ইউনিটপ্রতি আয় হয়েছে ১৮ পয়সা, তবে আগের বছরের একই সময় ইউনিটপ্রতি লোকসান ছিল ৭ পয়সা।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।