ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

দরপতন চলছেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৪
দরপতন চলছেই

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববারও (২৬ অক্টোবর) সূচকের সঙ্গে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের দর কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।



ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৪২ পয়েন্ট কমে ৫ হাজার ১১১ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১৬ পয়েন্ট কমে এক হাজার ৯২৬ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১০ পয়েন্ট কমে এক হাজার ২০৫ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৮২টির, কমেছে ১৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- তিতাস গ্যাস, এপেক্স ফুটওয়্যার, মবিল যমুনা, এসিআই ফর্মুলেশন, সাইফ পাওয়ারটেক, খুলনা পাওয়ার, শাহজিবাজার পাওয়ার, এসিআই লিমিটেড, লাফার্জ সুরমা ও সামিট পাওয়ার।

লেনদেন হয়েছে মোট ৫২৯ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল মোট ৫৭২ কোটি ৫৫ লাখ টাকা।              

এর আগে বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৬ পয়েন্ট কমে ৫ হাজার ১৩৭ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৯ পয়েন্ট কমে এক হাজার ৯৩৪ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৪ পয়েন্ট কমে এক হাজার ২১১ পয়েন্ট হয়।

দুপুর ১২টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৬৫ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে এক হাজার ৯৪৬ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৩ পয়েন্ট বেড়ে এক হাজার ২১৯ পয়েন্টে স্থির হয়।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ৬২ পয়েন্ট কমে ৯ হাজার ৬১৪ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৮৯ পয়েন্ট কমে ১৩ হাজার ৯১ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১৩৫ পয়েন্ট কমে ১৫ হাজার ৭৮০ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২১৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪৬টির, কমেছে ১৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টির দাম।

লেনদেন হয় মোট ৩৮ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল মোট ৫০ কোটি ৫৯ লাখ টাকা।     

বাংলাদেশ সময় : ১১০৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৪/আপডেটেড : ১২১১ ঘণ্টা/আপডেটেড : ১৩৪৯ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।