ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

হরতালের প্রভাব নেই শেয়ারবাজারে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৪
হরতালের প্রভাব নেই শেয়ারবাজারে

ঢাকা: জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমানের ফাঁসির রায়ের প্রতিবাদ ডাকা হরতালের প্রথম দিন বৃহস্পতিবার দেশের উভয় শেয়ারবাজারে সূচক ও লেনদেন বেড়েছে।

তবে হাউজগুলোতে বিনিয়োগকারীদের উপস্থিতি কম থাকলেও লেনদেন গত কার্যদিবসের চেয়ে বেশি হয়েছে।

ফলে হরতালের কোনো প্রভাব শেয়ারবাজারে পড়েনি বলে মত দিয়েছেন বিনিয়োগকারীরা।
 
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৭৩ পয়েন্টে এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জর (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ১০৫ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৭শ পয়েন্ট অবস্থান করছে।
 
এছাড়া ডিএসই-৩০ সূচক ৩০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৪৯ পয়েন্টে এবং ডিএসই শরীয়াহ সূচক ১৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ২২০ পয়েন্টে অবস্থান করছে।
 
অন্যদিকে, সিএসই-৫০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬০ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ১১০ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ১২১ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ২০৭ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৯৫৬ পয়েন্টে অবস্থান করছে।
 
এদিন উভয় স্টক এক্সচেঞ্জের লেনদেন বেড়েছে। ডিএসই মোট লেনদেন হয়েছে ৭২৪ কোটি ৮৪ লাখ টাকার এবং গত বুধবার লেনদেন হয়েছিল ৫৪৫ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।
 
অন্যদিকে, এদিন দেশের অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ৫৪ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।
 
ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা গেছে।
 
ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বৃদ্ধি পেয়েছে ২১৩টির, কমেছে ৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির।
 
লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইর শীর্ষ ১০ কোম্পানির তালিকায় ওঠানামা করছে- তিতাস গ্যাস, সামিট পূর্বাঞ্চল পাওয়ার, খুলনা পাওয়ার, এবিবি ব্যাংক, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজ, গ্রামীণফোন, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, বেক্সিমকো, কেয়া কসমেটিকস এবং এমজেএল বিডি।
 
বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।