ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ফারইস্ট লাইফের এজিএম ৩ নভেম্বর

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৪
ফারইস্ট লাইফের এজিএম ৩ নভেম্বর

ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত জীবন বীমা খাতের কোম্পানি ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ৩ নভেম্বর।

এদিন সকাল সাড়ে ১০টায় রাজধানীর তোপখানা ফারইস্ট টাওয়ারে এর এজিএম অনুষ্ঠিত হবে।



২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। বিষয়টি অনুমোদনের জন্যই এ সভা অনুষ্ঠিত হচ্ছে।

২০০৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত এ কোম্পানির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ৫৬ কোটি ৬০ লাখ টাকা। এর মোট শেয়ার ৫ কোটি ৬৬ লাখ ২৩ হাজার ২৯৭টি, যার মধ্যে উদ্যোক্তা-পরিচালক ৩০ দশমিক ১২ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে ৬৯ দশমিক ৮৮ শতাংশ শেয়ার রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।