ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সূচক কমলেও লেনদেন বেড়েছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৪
সূচক কমলেও লেনদেন বেড়েছে

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (০৫ নভেম্বর) মূল্যসূচক কমলেও লেনদেনের পরিমাণ বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।



মঙ্গলবার (০৪ নভেম্বর) পবিত্র আগুরা উপলক্ষে শেয়ারবাজারে লেনদেন বন্ধ ছিল।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৪৭ পয়েন্ট কমে ৫ হাজার ১৭ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ২১ পয়েন্ট কমে এক হাজার ৮৭২ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১২ পয়েন্ট কমে এক হাজার ১৮২ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১১টির, কমেছে ১৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস (বিবিএস), কেপিসিএল, ওয়েস্টার্ন শিপইয়ার্ড, কেয়া কসমেটিকস, সামিট পাওয়ার, সামিট অ্যালায়েন্স পোর্ট, সাইফ পাওয়ারটেক, শাহজিবাজার পাওয়ার, সামিট পূর্বাঞ্চল পাওয়ার ও আরএকে সিরামিকস।

লেনদেন হয়েছে মোট ৭৪৩ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল মোট ৬৮০ কোটি ৯২ লাখ টাকা।                  

এর আগে বেলা ১১টা ৫ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭৩ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১ পয়েন্ট কমে এক হাজার ৮৯২ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ২ পয়েন্ট বেড়ে এক হাজার ১৯৭ পয়েন্ট হয়।

বেলা ১১টা ২০ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩ পয়েন্ট কমে ৫ হাজার ৬১ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৮ পয়েন্ট কমে এক হাজার ৮৮৫ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১ পয়েন্ট কমে এক হাজার ১৯৩ পয়েন্ট হয়।

দুপুর ১২টা ৩৫ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১১ পয়েন্ট কমে ৫ হাজার ৫৩ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৭ পয়েন্ট কমে এক হাজার ৮৮৬ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৩ পয়েন্ট কমে এক হাজার ১৯১ পয়েন্ট হয়।

দুপুর দেড়টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩৩ পয়েন্ট কমে ৫ হাজার ৩১ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১৫ পয়েন্ট কমে এক হাজার ৮৭৮ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৮ পয়েন্ট কমে এক হাজার ১৮৬ পয়েন্টে স্থির হয়।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ৮৭ পয়েন্ট কমে ৯ হাজার ৪১৭ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ২১৩ পয়েন্ট কমে ১২ হাজার ৬২৫ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১৫৪ পয়েন্ট কমে ১৫ হাজার ৪৬৪ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২২৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭৭টির, কমেছে ১২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির দাম।

লেনদেন হয় মোট ৫৮ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল মোট ৫৪ কোটি ৮৪ লাখ টাকা।

বাংলাদেশ সময় : ১২৪৫ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।