ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসইর লেনদেন আড়াইশ কোটি টাকার নিচে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৪
ডিএসইর লেনদেন আড়াইশ কোটি টাকার নিচে

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৩০ নভেম্বর) মূল্যসূচক কমার সঙ্গে লেনদেনের পরিমাণও আড়াইশ কোটি টাকার নিচে নেমে গেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক কিছুটা বাড়লেও লেনদেনের পরিমাণ কমেছে।



ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩ পয়েন্ট কমে ৪ হাজার ৭৬৯ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক সামান্য কমে এক হাজার ৭৬০ পয়েন্টে এবং ডিএসইএস সূচক সামান্য কমে এক হাজার ১০৬ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩৯টির, কমেছে ১২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- কেয়া কসমেটিকস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, সাইফ পাওয়ার, বেক্সিমকো, সামিট অ্যালায়েন্স পোর্ট, এবি ব্যাংক, ওয়েস্টার্ন মেরিন, এসিআই ফর্মুলেশন্স, খান ব্রাদার্স ও শাহজিবাজার পাওয়ার।

লেনদেন হয়েছে মোট ২৩২ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল মোট ২৬৩ কোটি ৭৯ লাখ ৭১ হাজার টাকা। যা গত চার মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন। এদিকে গত ২০ জুলাই ডিএসইতে সর্বনিম্ন ২৬৩ কোটি ৬৯ টাকা লেনদেন হয়।                                 

এর আগে বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৯৫ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৬৮ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৫ পয়েন্ট বেড়ে এক হাজার ১১২ পয়েন্ট হয়।

বেলা ১১টা ৩৫ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১২ পয়েন্ট কমে ৪ হাজার ৭৬০ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৯ পয়েন্ট কমে এক হাজার ৭৫১ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৩ পয়েন্ট কমে এক হাজার ১০৩ পয়েন্ট হয়।

দুপুর পৌনে ২টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৮ পয়েন্ট কমে ৪ হাজার ৭৬৪ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৫ পয়েন্ট কমে এক হাজার ৭৫৪ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১ পয়েন্ট কমে এক হাজার ১০৫ পয়েন্টে স্থির হয়।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ৯ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৯৬২ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ২৩ পয়েন্ট বেড়ে ১২ হাজার ১১৬ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১৫ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৬৭৩ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৯৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭২টির, কমেছে ৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির দাম।

লেনদেন হয় মোট ১৮ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল মোট ২২ কোটি ৭৭ লাখ টাকা।                  

বাংলাদেশ সময় : ১১০৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৪/আপডেটেড : ১১৪৪ ঘণ্টা/আপডেটেড : ১৩৫৪ ঘণ্টা/আপডেটেড : ১৪৫৩ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।