ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

রিপাবলিক ইন্স্যুরেন্সের রাইট প্রস্তাব নাকচ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৪
রিপাবলিক ইন্স্যুরেন্সের রাইট প্রস্তাব নাকচ

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানির রাইট শেয়ার ছাড়ার অনুমোদন দেয়নি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন(বিএসইসি)।

রোববার (৩০ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।



কোম্পানিটি ২০০৬ সালের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (রাইট ইস্যু) রুলসের শর্ত ৩ (ই) পরিপালনে ব্যর্থ হওয়ায় এই সিদ্ধান্ত নেয় বিএসইসি।
রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদ বাজারে ১:১ হারে রাইট শেয়ার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিল।
 
অর্থাৎ শেয়ারহোল্ডারদের একটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার দেওয়ার প্রস্তাব করে কোম্পানির পর্ষদ। ৫ টাকা প্রিমিয়ামসহ রাইট শেয়ারের মূল্য নির্ধারণ করা হয় ১৫ টাকা।

তবে সিদ্ধান্তটি নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির অনুমোদনের প্রায়োজন ছিল। এখন অনুমোদন না পাওয়ায় কোম্পানিটি আর রাইট শেয়ার ছাড়তে পারবে না।

বাংলাদেশ সময় : ১৬১৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।