ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

কোহিনূর কেমিক্যালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৪
কোহিনূর কেমিক্যালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ছবি: সংগৃহীত

ঢাকা: কোহিনূর কেমিক্যাল কোং(বাংলাদেশ) লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার(১৮ ডিসেম্বর’২০১৪) রাজধানীর বেইলি রোডের অফিসার্স কাবে অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল করিম।

ব্যবস্থাপনা পরিচালক মো: রেজাউল করিম, পরিচালক মো: এবাদুল করিম, ইন্ডিপেনডেন্ট পরিচালক, লে. কর্নেল কামাল আহমেদ, পরিচালক, মো: আবুল খায়ের ও কোম্পানি সচিব, মো: ফেরদাউস জামান এবং শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে সভায় ২০১৩-১৪ ইং অর্থবছরের নিরীক্ষিত হিসাব বিবরণ ও কোম্পানির সার্বিক কার্যক্রমের ওপর আলোচনা এবং তা অনুমোদন করা হয়।

এছাড়া এতে, ২০১৩-১৪ অর্থবছরের জন্য লভ্যাংশ হিসেবে ২৫% বোনাস শেয়ার প্রদানের প্রস্তাব অনুমোদিত হয়।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।