ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

শেয়ারবাজার

টপ লুজারে নর্দার্ন জুট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৫
টপ লুজারে নর্দার্ন জুট

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত পাট খাতের নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের শেয়ার সপ্তাহের চতুর্থ ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের টপটেন লুজার তালিকার শীর্ষে অবস্থান করে।

এদিন এ শেয়ারের দর ১৩ টাকা ৩০ পয়সা বা ৫ দশমিক ৪৭ শতাংশ হারিয়ে সর্বশেষ লেনদেন হয় ২৩০ টাকায়।



দিনভর এই শেয়ার ২২২ টাকা থেকে ২৫০ টাকায় লেনদেন হয়।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।

এছাড়া দাম কমার দ্বিতীয় অবস্থানে ছিল বিমা খাতের অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এদিন এর দর ১ টাকা ২০ পয়সা কমে সর্বশেষ লেনদেন হয় ১৮ টাকায়।

দিনভর এ শেয়ার ১৮ টাকা থেকে ২০ টাকায় লেনদেন হয়।  

এরপর দর কমার তৃতীয় স্থানে ছিল স্ট্যান্ডার্ড সিরামিক, চতুর্থ শ্যামপুর সুগার, পঞ্চম ন্যাশনাল টি, ষষ্ঠ বেঙ্গল উইন্ডসোর, সপ্তম আরএসআরএম স্টিল, অষ্টম সাভার রিফ্র্যাক্টরিজ, নবম খান ব্রাদার্স এবং দশম স্থানে ছিল মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক।
 
বাংলাদেশ সময় : ১৬৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।