ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

শেয়ারবাজার

ফার কেমিক্যালকে ৫ লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
ফার কেমিক্যালকে ৫ লাখ টাকা জরিমানা

ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজকে ৫ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সঙ্গে কোম্পানিটির ইস্যু ম্যানেজার ফার্স্ট সিকিউরিটিজ সার্ভিসেস লিমিটেডকেও ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।



সিকিউরিটিজ আইন ভঙ্গের কারণে প্রতিষ্ঠান দুটিকে এ দণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।  

অসত্য তথ্য দিয়ে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন নেওয়ায় ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ৫ লাখ টাকা জরিমানা করে বিএসইসি। অন্যদিকে অসত্য তথ্য যাচাই-বাছাই না করে ডিউ ডিলিজেন্স সনদ দেওয়ায় কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপক ফার্স্ট সিকিউরিটিজ সার্ভিসেস লিমিটেডকেও ৫ লাখ টাকা জরিমানা করে বিএসইসি।

গত ৯ সেপ্টেম্বর কমিশনের ৫২৬তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানিটি আইপিও আবেদনে অসত্য তথ্য দেওয়ায় ও তা যাচাই-বাছাই না করে ডিউ ডিলিজেন্স সনদ দেওয়ায় ইস্যু ব্যবস্থাপক সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিনেন্স-১৯৬৯ এর সেকশন ১৮ এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক ইস্যু) রুলস, ২০০৬ এর রুল ১৯ ভঙ্গ করেছে।

বাংলাদেশ সময় : ১১০৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।