ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

শেয়ারবাজার

টপ লুজারে জিলবাংলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
টপ লুজারে জিলবাংলা

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের জিলবাংলা সুগার মিলস লিমিটেড সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের টপটেন লুজার তালিকার শীর্ষে অবস্থান করে।

এদিন এ শেয়ারের দর ৬০ পয়সা বা ৭ দশমিক ২৩ শতাংশ হারিয়ে সর্বশেষ লেনদেন হয় ৭ টাকা ৭০ পয়সায়।



দিনভর এই শেয়ার ৭ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।

এছাড়া দাম কমার দ্বিতীয় অবস্থানে ছিল বস্ত্র খাতের অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এদিন এর দর ২ টাকা ২০ পয়সা কমে সর্বশেষ লেনদেন হয় ৩৩ টাকা ৪০ পয়সায়।

দিনভর এ শেয়ার ৩৩ টাকা ৩০ পয়সা থেকে ৩৬ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়।  

এরপর দর কমার তৃতীয় স্থানে ছিল শাহজিবাজার পাওয়ার, চতুর্থ আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচ্যুয়াল ফান্ড, পঞ্চম ন্যাশনাল পলিমার, ষষ্ঠ ফু-ওয়াং সিরামিক, সপ্তম রিলায়েন্স ইন্স্যুরেন্স, অষ্টম এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, নবম প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্স লিমিটেড এবং দশম স্থানে ছিল গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
 
বাংলাদেশ সময় : ১৭১২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।