ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

শেয়ারবাজার

শাশা ডেনিমসের আইপিও ফল প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫
শাশা ডেনিমসের আইপিও ফল প্রকাশ

ঢাকা: প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া শাশা ডেনিমসের আইপিও লটারির ড্র রোববার (১৮ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে।
 
সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউশন মিলনায়তনে এ ড্র হয়।



কোম্পানিটি পুঁজিবাজার থেকে ১৭৫ কোটি টাকা সংগ্রহে শেয়ার ইস্যু করেছিল। বিপরীতে মোট ৯৬৩ কোটি ২৭ লাখ টাকার আবেদন জমা পড়েছে। যা চাহিদার তুলনায় ৫ দশমিক ৫০ গুণ।
 
এর মধ্যে স্থানীয় বিনিয়োগকারীরা ৭২০ কোটি ২১ লাখ ৪ হাজার টাকা, ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীরা ৮০ কোটি ৭৯ লাখ ৫ হাজার টাকা, প্রবাসী বিনিয়োগকারীরা ৫০ কোটি ৯০ লাখ ৪৭ হাজার টাকা এবং মিউচ্যুয়াল ফান্ড ১১১ কোটি ৩৬ লাখ ৫১ হাজার টাকার আবেদন জমা দিয়েছে।
 
কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ২৫ টাকা প্রিমিয়ামসহ ৩৫ টাকা মূল্যে শেয়ার ইস্যু করেছে।
 
আইপিওর মাধ্যমে সংগৃহীত অর্থে কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ ও ব্যাংক ঋণ পরিশোধে ব্যয় করবে।
 
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এএফসি ক্যাপিটাল ও ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড।
 
ফলাফল জানতে ক্লিক করুন-

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।