ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

শেয়ারবাজার

টপ লুজারে মিউচ্যুয়াল ফান্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
টপ লুজারে মিউচ্যুয়াল ফান্ড

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের টপটেন লুজার তালিকার শীর্ষে অবস্থান করে।

এদিন এ ইউনিটের দর ৬০ পয়সা বা ৯ দশমিক ০৯ শতাংশ হারিয়ে সর্বশেষ লেনদেন হয় ৬ টাকায়।



দিনভর এই ইউনিট ৬ টাকায় লেনদেন হয়।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।

এছাড়া দাম কমার দ্বিতীয় অবস্থানে ছিল বিদ্যুৎ ও জ্বালানি খাতের শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড। এদিন এর শেয়ার দর ২০ টাকা ৪০ পয়সা কমে সর্বশেষ লেনদেন হয় ২১৩ টাকা ১০ পয়সায়।

দিনভর এ শেয়ার ২১৩ টাকা ১০ পয়সা থেকে ২৩৪ টাকায় লেনদেন হয়।  

এরপর দর কমার তৃতীয় স্থানে ছিল হামিদ ফেব্রিক্স, চতুর্থ ন্যাশনাল টিউবস, পঞ্চম মেট্রো স্পিনিং, ষষ্ঠ বিডি অটোকারস, সপ্তম কেয়া কসমেটিকস, অষ্টম জেমিনি সি ফুড, নবম জিএসপি ফিন্যান্স এবং দশম স্থানে ছিল আরএকে সিরামিকস।
 
বাংলাদেশ সময় : ১৬০৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।