ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

শেয়ারবাজার

সূচকের সঙ্গে লেনদেনও বেড়েছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
সূচকের সঙ্গে লেনদেনও বেড়েছে

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মূল্যসূচকের সঙ্গে লেনদেনের পরিমাণও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।



ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৭৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৮৬ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৩৮ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৮৮ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ২০ পয়েন্ট বেড়ে এক হাজার ১৪০ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৪৪টির, কমেছে ৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- বেক্সিমকো, মবিল যমুনা, ইফাদ অটোস, বেক্সিমকো ফার্মা, আরএকে সিরামিক, স্কয়ার ফার্মা, ন্যাশনাল পলিমার, এসিআই, সামিট অ্যালায়েন্স পোর্ট ও ডেসকো।

লেনদেন হয়েছে মোট ২৯৯ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল মোট ২৬৮ কোটি ০১ লাখ টাকা।             

এর আগে বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৪৯ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ২২ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৭২ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১০ পয়েন্ট বেড়ে এক হাজার ১৩০ পয়েন্টে স্থির হয়।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ১৪৮ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৮৯২ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১৮৪ পয়েন্ট বেড়ে ১২ হাজার ২৩ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ২৫৮ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৬৮১ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৩৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৮৫টির, কমেছে ৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির দাম।

লেনদেন হয় মোট ২৬ কোটি ০৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল মোট ২২ কোটি ৯৭ লাখ টাকা।                          

বাংলাদেশ সময় : ১৪৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।