ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

শেয়ারবাজার

টপ লুজারে কে অ্যান্ড কিউ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫
টপ লুজারে কে অ্যান্ড কিউ

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কে অ্যান্ড কিউ সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের টপটেন লুজার তালিকার শীর্ষে অবস্থান করে।

এদিন এ শেয়ারের দর ৯০ পয়সা বা ৬ দশমিক ০৮ শতাংশ হারিয়ে সর্বশেষ লেনদেন হয় ১৩ টাকা ৯০ পয়সায়।



দিনভর এই শেয়ার ১৩ টাকা ৮০ পয়সা থেকে ১৩ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।

এছাড়া দাম কমার দ্বিতীয় অবস্থানে ছিল ওষুধ ও রসায়ন খাতের লিবরা ইনফিউশন্স লিমিটেড। এদিন এর শেয়ার দর ১৯ টাকা ৮০ পয়সা কমে সর্বশেষ লেনদেন হয় ৩৬৬ টাকায়।

দিনভর এ শেয়ার ৩৬৬ টাকা থেকে ৩৭০ টাকায় লেনদেন হয়।  
 
এরপর দর কমার তৃতীয় স্থানে ছিল জেমিনি সি ফুড, চতুর্থ এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, পঞ্চম প্রাইম ফিন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ষষ্ঠ পায়ওনিয়ার ইন্স্যুরেন্স, সপ্তম নর্দার্ন জুট, অষ্টম মুন্নু সিরামিক, নবম এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড-১ এবং দশম স্থানে ছিল সোনারগাঁও টেক্সটাইল।
 
বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।