ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

শেয়ারবাজার

সূচক নিম্নমুখী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
সূচক নিম্নমুখী

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) মূল্যসূচকে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।



ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুপুর ১২টা ৪৬ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৫ পয়েন্ট কমে ৪ হাজার ৭৮৬ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৫ পয়েন্ট কমে এক হাজার ৭৮১ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ২ পয়েন্ট কমে এক হাজার ১৩১ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৭৩টির, কমেছে ১৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- শাহজিবাজার পাওয়ার, গ্রামীণফোন, সিঅ্যান্ডএ টেক্সটাইল, লঙ্কাবাংলা ফিন্যান্স, লাফার্জ সুরমা, সিভিও পেট্রোকেমিক্যাল, সামিট অ্যালায়েন্স পোর্ট, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, বিএসসিসিএল ও বেক্সিমকো।

লেনদেন হয়েছে মোট ১২৭ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
 
আগের কার্যদিবস বুধবার (১৮ ফেব্রুয়ারি) লেনদেন হয়েছিল মোট ২৫৯ কোটি ৩৫ লাখ টাকা।                   

এর আগে বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৫ পয়েন্ট কমে ৪ হাজার ৭৮৬ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৫ পয়েন্ট কমে এক হাজার ৭৮০ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৪ পয়েন্ট কমে এক হাজার ১২৮ পয়েন্টে স্থির হয়।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুপুর ১২টা ৪৩ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ২৮ পয়েন্ট কমে ৮ হাজার ৯০১ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৪০ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৫৫ পয়েন্ট কমে ১৪ হাজার ৬৫২ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৮৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪৯টির, কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির দাম।

লেনদেন হয় মোট ৭ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস বুধবার লেনদেন হয়েছিল মোট ২১ কোটি ৪৯ লাখ টাকা।

বাংলাদেশ সময় : ১১১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫/আপডেটেড : ১২৫৩ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।