ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

শেয়ারবাজার

সূচকে ঊর্ধ্বগতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫
সূচকে ঊর্ধ্বগতি

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৩ ফেব্রুয়ারি) মূল্যসূচকে ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।



ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ৪৬ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮২৯ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে এক হাজার ৮০৩ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৯ পয়েন্ট বেড়ে এক হাজার ১৪৫ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪১টির, কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- ইউসিবিএল, শাহজিবাজার পাওয়ার, এসিআই, বিএসসিসিএল, স্কয়ার ফার্মা, এসিআই ফর্মুলেশন্স, লাফার্জ সুরমা, বঙ্গজ, ইফাদ অটোস ও রেনেটা।

লেনদেন হয়েছে মোট ৯২ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
 
আগের কার্যদিবস রোববার (২৩ ফেব্রুয়ারি) লেনদেন হয়েছিল মোট ২৪৫ কোটি ৩৮ লাখ টাকা।                   

এর আগে বেলা ১১টা ০২ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৩৬ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১৬ পয়েন্ট বেড়ে এক হাজার ৮০৫ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১১ পয়েন্ট বেড়ে এক হাজার ১৪৭ পয়েন্টে স্থির হয়।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ৪১ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ৩৩ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৯৬৫ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৫৮ পয়েন্ট বেড়ে ১২ হাজার ১৭১ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৬৬ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৭৬০ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৪৭টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭৫টির, কমেছে ৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির দাম।

লেনদেন হয় মোট ৯ কোটি ০৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

বাংলাদেশ সময় : ১১১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫/আপডেটেড : ১১৫৩ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।