ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

শেয়ারবাজার

সূচকে ওঠানামা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫
সূচকে ওঠানামা

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মূল্যসূচকে ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।



ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুপুর ১টা ০৬ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩ পয়েন্ট কমে ৪ হাজার ৮০৪ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ২ পয়েন্ট কমে এক হাজার ৭৯৫ পয়েন্টে এবং ডিএসইএস সূচক সামান্য কমে এক হাজার ১৪২ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১২৩টির, কমেছে ১১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৬২টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- মবিল যমুনা, এসিআই, স্কয়ার ফার্মা, এসিআই ফর্মুলেশন্স, সামিট অ্যালায়েন্স পোর্ট, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, শাহজিবাজার পাওয়ার, ডেল্টা লাইফ, ইফাদ অটোস ও অলটেক্স ইন্ডাস্ট্রিজ।

লেনদেন হয়েছে মোট ১৮৯ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
 
আগের কার্যদিবস সোমবার (২৩ ফেব্রুয়ারি) লেনদেন হয়েছিল মোট ৩১৫ কোটি ১৮ লাখ টাকা।                    

এর আগে বেলা ১১টা ২৩ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৩৪ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে এক হাজার ৮১২ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৭ পয়েন্ট বেড়ে এক হাজার ১৫০ পয়েন্টে স্থির হয়।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুপুর ১টা ০৫ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ২০ পয়েন্ট কমে ৮ হাজার ৯০২ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ২ পয়েন্ট কমে ১২ হাজার ১৭২ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৩৯ পয়েন্ট কমে ১৪ হাজার ৬৪৮ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২০৮টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭৬টির, কমেছে ৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির দাম।

লেনদেন হয় মোট ১৩ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল মোট ২৬ কোটি ২৪ লাখ টাকা।

বাংলাদেশ সময় : ১১৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫/আপডেটেড : ১৩১৬ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।