ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

শেয়ারবাজার

সূচক-লেনদেন উভয়ই কমেছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, মার্চ ২, ২০১৫
সূচক-লেনদেন উভয়ই কমেছে

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২ মার্চ) মূল্যসূচকের সঙ্গে লেনদেনের পরিমাণ কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।



ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২০ পয়েন্ট কমে ৪ হাজার ৭১৯ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৪ পয়েন্ট কমে এক হাজার ৭৫৪ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৬ পয়েন্ট কমে এক হাজার ১১৫ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৯১টির, কমেছে ১৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- শাহজিবাজার পাওয়ার, সামিট অ্যালায়েন্স পোর্ট, লাফার্জ সুরমা, বিএসসিসিএল, এসআইবিএল, এসিআই, ইফাদ অটোস, সিভিও পেট্রোকেমিক্যাল, বঙ্গজ ও আলহাজ টেক্সটাইল।

লেনদেন হয়েছে মোট ২৯৮ কোটি ০৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
 
আগের কার্যদিবস রোববার (১ মার্চ) লেনদেন হয়েছিল মোট ৩৩৬ কোটি ৬৫ লাখ টাকা।                       

এর আগে সকাল ১০টা ৫০ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৫ পয়েন্ট কমে ৪ হাজার ৭২৪ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৭ পয়েন্ট কমে এক হাজার ৭৫১ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৪ পয়েন্ট কমে এক হাজার ১১৮ পয়েন্ট হয়।

দুপুর ১২টা ১ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৫০ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৬৮ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ২ পয়েন্ট বেড়ে এক হাজার ১২৫ পয়েন্টে স্থির হয়।
 
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ৭২ পয়েন্ট কমে ৮ হাজার ৭৭৭ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৮৫ পয়েন্ট কমে ১১ হাজার ৯৩৫ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৮৮ পয়েন্ট কমে ১৪ হাজার ৪০৫ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৩১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৬৫টির, কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির দাম।

লেনদেন হয় মোট ২৮ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস রোববার লেনদেন হয়েছিল মোট ৩৯ কোটি ৭১ লাখ টাকা।    

বাংলাদেশ সময় : ১৪৪৬ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।