ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

শেয়ারবাজার

সূচক কমছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, মার্চ ৫, ২০১৫
সূচক কমছে

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৫ মার্চ) মূল্যসূচকে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।



ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুপুর ১২টা ১০ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৪ পয়েন্ট কমে ৪ হাজার ৬৬৭ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৮ পয়েন্ট কমে এক হাজার ৭২৯ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১ পয়েন্ট কমে এক হাজার ১০৯ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১০০টির, কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- শাশা ডেনিমস, শাহজিবাজার পাওয়ার, লাফার্জ সুরমা, সামিট অ্যালায়েন্স পোর্ট, এসআইবিএল, বঙ্গজ, মিথুন নিটিং, ইউসিবিএল ও বিএসসিসিএল।

লেনদেন হয়েছে মোট ১০৮ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
 
আগের কার্যদিবস বুধবার (৪ মার্চ) লেনদেন হয়েছিল মোট ২২১ কোটি ৮৪ লাখ টাকা।        
                 
এর আগে বেলা সোয়া ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৫ পয়েন্ট কমে ৪ হাজার ৬৬৬ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৯ পয়েন্ট কমে এক হাজার ৭২৮ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ২ পয়েন্ট কমে এক হাজার ১০৯ পয়েন্টে স্থির হয়।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুপুর ১২টা ০৭ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ২৩ পয়েন্ট কমে ৮ হাজার ৬৯৯ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৮১৭ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৪৪ পয়েন্ট কমে ১৪ হাজার ২৭১ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৪৫টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪৯টির, কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির দাম।

লেনদেন হয় মোট ১০ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস বুধবার লেনদেন হয়েছিল মোট ২২ কোটি ৭৪ লাখ টাকা।      

বাংলাদেশ সময় : ১২১৭ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।