ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

শেয়ারবাজার

১৫ লাখ শেয়ার বিক্রি করবে অ্যালায়েন্স হোল্ডিংস

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫
১৫ লাখ শেয়ার বিক্রি করবে অ্যালায়েন্স হোল্ডিংস

ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের (এসএপিএল)প্রাতিষ্ঠানিক উদ্যোক্তা অ্যালায়েন্স হোল্ডিংস লিমিটেড শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছে।

বুধবার (১১ মার্চ, ২০১৫) ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।



সূত্র মতে,  এই প্রাতিষ্ঠানিক উদ্যোক্তার কাছে থাকা কোম্পানির মোট ৩ কোটি ৯৯ লাখ ৬৩  হাজার শেয়ারের মধ্যে ১৫ লাখ শেয়ার বিক্রি করা হবে। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এই প্রাতিষ্ঠানিক উদ্যোক্তা বর্তমান বাজার দরে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি সম্পন্ন করবে।

উল্লেখ্য, অ্যালায়েন্স হোল্ডিংস এর আগেও তাদের কাছে থাকা সামিট পোর্টের ৭ লাখ ৮৮ হাজার ৭০০ শেয়ার বিক্রি সম্পন্ন করেছে। যা গত ৫ মার্চ ডিএসই’র মাধ্যমে শেয়ারহোল্ডারদেরকে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।