ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

শেয়ারবাজার

৩ লাখ ৭৩ হাজার শেয়ার বিক্রি করবেন আরএসআরএম উদ্যোক্তা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫
৩ লাখ ৭৩ হাজার শেয়ার বিক্রি করবেন আরএসআরএম উদ্যোক্তা

ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত আরএসআরএম স্টিলসের উদ্যোক্তা-পরিচালক মাকসুদুর রহমান তার হাতে থাকা বোনাস শেয়ার বিক্রি করবেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ খবর পাওয়া গেছে।



সূত্র মতে, মাকসুদুর রহমান তার ৩ লাখ ৭৩ হাজার বোনাস শেয়ার স্টক এক্সচেঞ্জের মাধ্যমে ৩০ কার্যদিবসের মধ্যে বিক্রি করবেন। বর্তমানে তার হাতে
কোম্পানির ১ কোটি ৫২ লাখ ৩৮ হাজার শেয়ার রয়েছে।

প্রকৌশল খাতের কোম্পানিটি ২০১৪ সালে ৫ শতাংশ নগদ ও ২০ শতাংশ বোনাস শেয়ার দিয়েছে। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা ১৫ কোটি ৪৯ লাখ ৬০ হাজার টাকা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৫ টাকা ২৪ পয়সা।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।