ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

শেয়ারবাজার

লেনদেন বাড়লেও কমেছে সূচক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৫
লেনদেন  বাড়লেও কমেছে সূচক

ঢাকা: মূল্যসূচকের উর্ধ্বমূখী প্রবণতাই দিনের লেনদেন শুরু হলেও শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারেনি দেশের উভয় শেয়ারবাজার।
 
সোমবার (২৩ মার্চ‘২০১৫) দিনের লেনদেন শেষে উভয় শেয়ারবাজারে সূচকের পতন ঘটেছে।

তবে আগের দিনের তুলনায় লেনদেন পরিমাণ বেড়েছে।
 
লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জ’র (ডিএসই) ডিএসইএক্স সূচক কমেছে ২৬ পয়েন্ট। আর লেনদেনের পরিমাণ বেড়েছে আগের দিনের তুলনায় ৪৬ কোটি টাকা। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক কমেছে ৩০ পয়েন্ট।
 
সোমবার সূচকের উর্ধ্বমূখী প্রবণতা দিয়ে লেনদেন শুরু হলেও আধা ঘণ্টার মধ্যে সূচক নিম্নমূখী প্রবণতায় চলে যায়।
 
লেনদেন শুরুর প্রথম ৫ মিনিট পর সকাল ১০টা ৩৫ মিনিটে ডিএসই’র ডিএসইএক্স সূচক ১০ পয়েন্ট বেড়ে লেনদেন শুরু হয়। বেলা ১০টা ৪০ মিনিটে সূচক ২৫ পয়েন্ট, বেলা ১০টা ৫০ মিনিটে সূচক ১৪ পয়েন্ট বৃদ্ধি পায়।
 
এরপর ১০টা ৫৭ মিনিটে সূচক আগের দিনের শেষের স্থানে চলে আসে। তবে এরপর টানা নিম্নমূখীতার কারণে বেলা ১১টায় ডিএসইএক্স সূচক ৮ পয়েন্ট, ১১টা ৫ মিনিটে ২ পয়েন্ট কমে যায়।
 
এরপর আর উর্ধ্বমূখী প্রবণতাই ফেরেনি সূচক। বেলা ১১ টা ১০ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় এক দশমিক ৮৫ পয়েন্ট কমে ৪ হাজার ৫৩১ পয়েন্ট অবস্থান নেয়। বেলা ১২টায় সূচক কমে ১৩ পয়েন্ট। টানা পতন চলতে থাকায় দুপুর ১টায় সূচক আগের দিনের তুলনায় ৩৫ পয়েন্ট কমে যায়।
 
এরপর কিছুটা উর্ধ্বমূখী হলেও তা আর ধনাত্মক ধারায় ফিরেনি। দিন শেষে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ২৬ পয়েন্ট কমে ৪ হাজার ৫০৬ পয়েন্টে অবস্থান করছে।
 
এদিকে, ডিএসই-৩০ সূচক দশমিক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭১১ পয়েন্টে।
 
লেনদেন শেষে ডিএসইতে ৯০টি প্রতিষ্ঠানের দাম ও সাধারণ সূচক বেড়েছে। কমেছে ১৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির দাম। লেনদেন হয়েছে ৩১৪কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা আগের দিনের তুলনায় ৪৬ কোটি টাকা বেশি।
 
লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইর শীর্ষ দশ কোম্পানির তালিকায়  রয়েছে এসপিসিএল, ওয়ান ব্যাংক, এসিআই, ইফাদ অটোস, জিপি, এসিআই ফরমুলেশন, লাফার্জ সুরমা সিমেন্ট, এমজেএল, শাশা ডেনিমস ও বিএসসিসিএল।

অন্যদিকে, সোমবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন শেষে সার্বিক সূচক ৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৩৪৫ পয়েন্টে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে মোট ২১ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
 
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।